সকাল বেলা শিউলি দেখে
প্রাণটা নেচে ওঠে
নীল আকাশে মেঘেরা সব
এদিক সেদিক ছোটে।
ঝলমলে রোদ দিনের শুরু
হঠাৎ নামে বৃষ্টি
লুকোচুরি সূর্য-মেঘের
রংধনু হয় সৃষ্টি।
কাশের বনে বেড়াই ঘুরে
প্রজাপতির সাথে
শরতের এই মিষ্টি হাওয়ায়
মন খুশিতে মাতে।
সকাল বেলা শিউলি দেখে
প্রাণটা নেচে ওঠে
নীল আকাশে মেঘেরা সব
এদিক সেদিক ছোটে।
ঝলমলে রোদ দিনের শুরু
হঠাৎ নামে বৃষ্টি
লুকোচুরি সূর্য-মেঘের
রংধনু হয় সৃষ্টি।
কাশের বনে বেড়াই ঘুরে
প্রজাপতির সাথে
শরতের এই মিষ্টি হাওয়ায়
মন খুশিতে মাতে।