গুড়গুড় মেঘ ডেকে যায়
এসে গেছে বর্ষা,
মেঘাচ্ছন্ন থাকে আকাশ
হয় না যে ফর্সা।
রিমঝিম ঐ বারিধারায়
ভিজছে গাছপালা,
শ্রাবণে এসে নববর্ষা
দিচ্ছে প্রাণে দোলা।
আমন ধানে সবুজ মাঠ
শোভিত চারিপাশ,
মুক্তবিন্দু মনে হয়
বৃষ্টিভেজা ঘাস।
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের গান
রাখালি বাঁশি সুর,
উদাসী হয়ে মন তখন
হারায় বহুদূর।