হে দয়াময় মুখ নামিয়ে
তাকাও গাজার দিকে,
বর্বরতায় জীবন যেথায়
যাচ্ছে হয়ে ফিকে।
দাও থামিয়ে ইসরাইলের
চরম বর্বরতা,
গাজাবাসীর জন্য এখন
তুমিই নির্ভরতা।
থামবে নাতো এই অনাচার
তোমার দয়া বিনা,
দূর বিদেশে আমরা বসে
করতে পারি ঘৃণা।
দুনিয়ার সব মানুষকে
এক করে দাও তুমি,
দখলমুক্ত যাক হয়ে যাক
গাজার সকল ভূমি।