শিউলিতলায় শিউলি হাসে,
শুভ্র বকুল ঝরছে ঘাসে।
সকালবেলা তালের পিঠা,
খেতে লাগে বড়োই মিঠা।
নদীর তীরে কাশের মেলা,
নীল আকাশে মেঘের ভেলা।
বাবুই পাখির বাসা দূরে,
গাইছে বাবুই মধুর সুরে।
সবুজ মাঠে নবীন ধানে,
পুলক জাগায় চাষির প্রাণে,
রূপে ভরা আশ্বিন মাসে,
সবুজ ঘাসে মুক্তা হাসে।