শরৎকালে গাছে গাছে
পাকে তাল
ধাপুসধুপুস তাল পড়েই
বাঁকে চাল।
সকাল হলে শিশু বুড়ো
দলে দলে
পাল্লা দিয়ে তাল কুড়াতে
ছুটে চলে।
আগে গেলে বেশি মেলে
পাকা তাল
শেষে গেলে ফিরে এসে
ফুলায় গাল।
তালের রসের পিঠা পায়েস
মজা বেশ
পেট পুড়েও খাওয়া শেষে
থাকে রেশ।
শরৎকালে গাছে গাছে
পাকে তাল
ধাপুসধুপুস তাল পড়েই
বাঁকে চাল।
সকাল হলে শিশু বুড়ো
দলে দলে
পাল্লা দিয়ে তাল কুড়াতে
ছুটে চলে।
আগে গেলে বেশি মেলে
পাকা তাল
শেষে গেলে ফিরে এসে
ফুলায় গাল।
তালের রসের পিঠা পায়েস
মজা বেশ
পেট পুড়েও খাওয়া শেষে
থাকে রেশ।