সবজান্তা লোক মফিজ মিয়া
অনেক বেশি বুদ্ধি,
তুচ্ছ ভেবে সবাইকে সে
করে স্বার্থসিদ্ধি।
মফিজ মিয়ার জ্ঞানের বহর
সব বিষয়ে সেরা,
হারে নাকো তর্কে সে যে
করতে থাকে জেরা।
নিজের খেয়ে পরকে বোঝায়
জ্ঞানের নাইকো শেষ,
সারাটা দিন বকার পরেও
হয় নাকো কভু শেষ।
বড় আঁতেল মানুষ তিনি
ধার ধারেন না কারো,
মনগড়া তার যুক্তি সকল
বুদ্ধিতে বেজায় জিরো।