শরৎ হাওয়া লাগলে গায়ে
কেউ বসে না ঘরে
শিশু-কিশোর ছুটতে থাকে
কাশবনের ওই চরে।
নদীর পাড়েও কাশবন আছে
দেখলে জুড়ায় প্রাণ
শেষ বিকেলে ভেসে আসে
শারদীয় গান।
শরৎ হাওয়ায় কাশফুলেরা
অবিরত দোলে
আনন্দ আর হই-হুল্লোড়ে
যে যার দুঃখ ভোলে!
বিকেলের রোদ নদীর ঢেউয়ে
চিক চিক চিক করে
কাশফুল হাতে নেচে গেয়ে
ফেরে যে যার ঘরে।