পাখির সাথে ফুলের সাথে
থাকব হেসে খেলে,
মেঘের সাথে রোদের সাথে
উড়ব ডানা মেলে।
নদীর স্রোতে ভেসে ভেসে
যাব সমুদ্দুর,
বাতাস এসে বলবে কথা
নতুন গানের সুর।
বুকের ভিতর অনন্ত সুখ
স্বপ্ন দুচোখ জুড়ে,
আমি হবো সবার সেরা
দুঃখ রবে দূরে।
ফুল পাখি মেঘ বন্ধু আমার
সাথে সাগর নদী,
ঝর্ণা গানে আপন মনে
ছুটবো নিরবধি।
প্রজাপতির রঙিন ডানায়
ইচ্ছে মতো উড়ি,
মন হবে ঠিক বাঁধন হারা
নীল আকাশের ঘুড়ি।