২৪ জুন, ২০২২ ২১:১০

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লে

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লে

পদ্মা সেতুর ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামীকাল শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লের আয়োজন করা হয়েছে। ৩১টি বিমান এবং হেলিকপ্টারের সমন্বয়ে এই ডিসপ্লে প্রদর্শন করা হবে।

ডিসপ্লের বিস্তারিত নিচে তুলে ধরা হলো-

২টি মিগ-২৯, ২টি এফটি-৭বিজি/এফ-৭ এমবি এবং ২টি এফ-৭ বিজিআই এর সমন্বয়ে স্মোক পাস্ (Smoke pass), ৩টি এফ-৭ বিজিআই/বিজি এর ফ্লাই পাস্ট (FP) প্রদর্শন, ১টি সি-১৩০জে এবং ৫টি কে-৮ ডব্লিউ এর সমন্বয়ে স্মোক পাস (Smoke pass) প্রদর্শন, ৩টি এল-৪১০ এবং ৫টি গ্রোব-১২০টিপি এর সমন্বয়ে ফ্লাই পাস্ট (FP) প্রদর্শন, ৫টি এমআই-১৭/১৭১ এর মাধ্যমে পতাকা প্রদর্শন (Flag carr) এবং ১টি বেল-২১২ এর মাধ্যমে লিফলেট বিতরণ (leaflet drop) করা হবে। 

এ ছাড়া ২টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে শেকুল মেন্যুভার (Shackle maneuver) প্রদর্শন, ৫টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে ভিক্সেন ব্রেক (Vixen Break) প্রদর্শন, ১টি মিগ-২৯ এর মাধ্যমে লো লেভেল এ্যারোবেটিক্স (LL display) প্রদর্শন করা হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর