ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ফিকি লিডারশিপ একাডেমি চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ফিকি আজ মাইন্ড ম্যাপার বাংলাদেশ (এমএমবি)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
ফিকির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফিকির পরিচালনা পর্ষদের সদস্য আলা উদ্দিন আহমদ এবং মাইন্ড ম্যাপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও লিড কোচ ইজাজুর রহমান স্বাক্ষর করেন। এর ফলে মাইন্ড ম্যাপার বাংলাদেশ ফিকির নলেজ পার্টনার হিসেবে কাজ করবে এবং চাকরির বাজারে দক্ষতার ঘাটতি পূরণে, ভবিষ্যতকেন্দ্রিক এবং চাহিদাসম্পন্ন প্রশিক্ষণ ডিজাইন ও পরিচালনায় সহায়তা করবে।
অনুষ্ঠানে ফিকি ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক