দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। দেশের প্রথম কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। শনিবার রাজধানীর উত্তরায় নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
দিনের শুরুতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত'র মাজার জিয়ারত করা হয়। এসময় পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য চিত্রশিল্পী আফরোজা বেগম, প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান পুলক। এ ছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এ. বরকত বাবু, পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান চৌধুরী খান বাপ্পী, পরিচালক আবুল হাসেমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৯৮৩ সালে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত জনগণের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডাক ও পার্সেল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠা করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তাকে 'লিজেন্ড অব কুরিয়ার' উপাধিতে ভূষিত করে সম্মাননা স্মারক প্রদান করেছে।
বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারাদেশে দুই শতাধিক নিজস্ব শাখা ও ছয় শতাধিক এজেন্সির মাধ্যমে বছরে ৩৬৫ দিন নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে আসছে।
বিডি-প্রতিদিন/এমই