বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বিকাশ ও রূপান্তরে অগ্রণী ভূমিকা রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। দেশের শীর্ষস্থানীয় গ্রুপটি সম্প্রতি ‘এবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’-এ ‘গ্লোবাল বিজনেস লিডারশিপ ইন অ্যাগ্রো-প্রসেসিং’ সম্মাননা লাভ করেছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (রপ্তানি) মো. রাশেদুল হাসানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
গ্রামীণ কৃষকদের ক্ষমতায়ন, পণ্যে মূল্য সংযোজন ও বাংলাদেশের পণ্যকে বিশ্বের ১৪৮ দেশে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন এ পুরস্কার তুলে দেন। এসময় অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার ফর ম্যারিবারনং জো ব্রিসকি, শ্যাডো অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স ড. রেনি হিথ, ভিক্টোরিয়ান লিবারেল পার্টির ব্রড ব্যাটিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাশেদুল হাসান বলেন, এ স্বীকৃতি সমগ্র প্রাণ-আরএফএল পরিবারের। গ্রুপের ১ লাখ ৬৮ হাজার কর্মীর সম্মিলতি প্রচেষ্টার ফসল। দেশের রপ্তানি সমৃদ্ধ করা ও বিশ্ববাজারে বাংলাদেশের মানসম্পন্ন পণ্যের সম্ভাবনা তুলে ধরাই প্রাণ-আরএফএলের লক্ষ্য।
অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) আয়োজিত এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী, কূটনীতিক ও দেশটির নীতিনির্ধারকেরা অংশ নেন। এতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, উদ্ভাবন ও টেকসই অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/এমই