বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। এরই অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা পিএইচসি পাইল-এর বাণিজ্যিক কার্যক্রম। এ উপলক্ষে জলসিঁড়ি আবাসনের প্রাইম সৌহার্দ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের উপ-ব্যবস্থাপনা পরিচালক কে. এম. জাহিদ উদ্দিন।
অনুষ্ঠানে তিনি বলেন, বসুন্ধরা পিএইচসি পাইল বাংলাদেশের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে। এই পণ্য বসুন্ধরার উদ্বোধন, দৃঢ়তা ও টেকসই উন্নয়নের অটল প্রতিশ্রুতির প্রতিফলন। যা প্রতিটি নির্মাণ প্রকল্পে নির্ভরযোগ্যতা ও উৎকর্ষতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা পিএইচসি পাইল এর হেড অফ সেলস এম. ডি. এনামুল ইসলাম। প্রকল্প প্রধান গাজিউল হাসান, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর প্রধান প্রকৌশলী (সিভিল) বিশ্বজিৎ ধর। এছাড়াও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা পিএইচসি পাইল উন্নত প্রযুক্তিতে নির্মিত, যা উচ্চতর শক্তি, ব্যতিক্রমী ভারবহন ক্ষমতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করে। ফলে এটি আধুনিক ও বৃহৎ আকারের নির্মাণ প্রকল্পের জন্য এক নির্ভরযোগ্য ও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানটি শেষ হয় একটি অধিবেশনের মাধ্যমে। যেখানে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বাংলাদেশের নির্মাণ শিল্পের ক্রমবিকাশ ও টেকসই উন্নয়নে পিএইচসি পাইল প্রযুক্তির রূপান্তরমূলক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/আরাফাত