শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

অভূতপূর্ব সাফল্য এবং...

রাজনৈতিক ক্ষেত্রে সংঘাত ও হানাহানি নিয়তির লিখন হয়ে দাঁড়ালেও অর্থনৈতিক ক্ষেত্রে গত এক দশকের অর্জন খুব একটা কম নয়। বিশ্বব্যাংকের মতো সংস্থাও এ সাফল্যকে অভূতপূর্ব বলে অভিহিত করেছে। তাদের মতে, দারিদ্র্য মোচনে গত এক দশকে বাংলাদেশ ব্যতিক্রমী ও অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। দারিদ্র্য হ্রাস জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার নির্ধারিত সময়ের দুই বছর আগেই অর্জন করবে বাংলাদেশ। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন পর্যালোচনা শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে ৬০ লাখ মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে। শ্রমমূল্য বৃদ্ধির পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসার কারণেই এ সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্য সত্ত্বেও বিশ্বব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে, বাংলাদেশের ৪ কোটি ৭০ লাখ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এর মধ্যে চরম দরিদ্রের সংখ্যা ২ কোটি ৬০ লাখ। বিশ্বব্যাংকের এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় রাজধানীর একটি হোটেলে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিছু তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তার মতে, দারিদ্র্য বিমোচনের এ সাফল্য ধরে রাখতে হলে সরকার ও প্রশাসনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। তিনি দেশের প্রশাসনকে অসম্ভব দুর্নীতিপরায়ণ ও অদক্ষ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, ১৫ কোটি মানুষের প্রশাসন যদি ঢাকামুখী হয়, তবে দুর্নীতি ও অদক্ষতা কমানো যাবে না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের যে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, তা অর্জিত হয়েছে মূলত বেসরকারি খাতের ব্যাপক বিকাশের কারণে। এ ক্ষেত্রে সরকারি খাতের অবদান সত্যিকার অর্থেই কম। প্রশাসনের কারণে বহু ক্ষেত্রে দেশের অগ্রগতি বিশেষত দেশি-বিদেশি বিনিয়োগ পিছিয়ে পড়েছে। এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা একটি স্বতঃসিদ্ধ বিষয়। এ জটিলতার কারণে বাংলাদেশে মানসম্মত সস্তা শ্রমের নিশ্চয়তা থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ আকর্ষিত হচ্ছে না। অর্থনৈতিক ক্ষেত্রে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতির পথে আরেকটি বাধা হলো, রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজপথের সহিংসতা এবং হরতাল, অবরোধ, ভাঙচুরের রাজনীতি থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। এ দুর্ভাগ্য বাংলাদেশের সোনালি সম্ভাবনাকে গিলে খেতে চাইছে। টয়োটাসহ নামিদামি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে ফিরে গেছেন হতাশ হয়ে। রাজনীতিকে সংসদমুখী করা এবং সহিংসতার ইতি ঘটাতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার অভাবে বাংলাদেশের ভাগ্যই কার্যত বিড়ম্বনার মুখে পড়েছে। অগ্রসর বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে এ বৈসাদৃশ্যের অবসান ঘটাতে হবে।

সর্বশেষ খবর