রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
ইতিহাস

মোঙ্গল হামলা

১২৯৯ খ্রিস্টাব্দে পরাজয়ের পর মোঙ্গলরা কয়েক বছর শান্ত ছিল। কিন্তু ১৩০৩ খ্রিস্টাব্দে দুর্ধর্ষ মোঙ্গল নেতা তারঘি বিরাট এক সৈন্য বাহিনীসহ পুনরায় দিলি্লর উপকণ্ঠে এসে উপস্থিত হলো। সৌভাগ্যবশত মোঙ্গলরা হঠাৎ অবরোধ তুলে নিল এবং স্বদেশের দিকে পশ্চাৎপসারণ করল। এ অভিযানের গুরুত্ব সম্পর্কে জিয়াউদ্দীন বারানি বলেন, 'যদি তারঘি আরও এক মাস জম্মুতে অবস্থান করত, তাহলে ভয় এমন তীব্র হয়ে দেখা দিত যে, প্রায় সবাই পালাতে বাধ্য হতো এবং দিলি্লর আশা পরিত্যাগ করতে হতো।'

১৩০৪ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের বংশধর আলী বেগ এবং খাজা তাশ ৩০/৪০ হাজার সৈন্যসহ আমরোহা পর্যন্ত অগ্রসর হলো। পুনরায় মোঙ্গলরা তুঘলুক গাজী কর্তৃক পরাজিত হয় এবং তাদের নেতা এ সময় নিহত হন। ১৩০৬ খ্রিস্টাব্দে কাবাকের নেতৃত্বে মোঙ্গলরা মুলতান আক্রমণ করে তা লুণ্ঠন করে। সিন্ধু তীরে তুঘলুক গাজী তাদের মোকাবিলা করেন এবং ব্যাপক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের পরাস্ত করেন। ১৩০৭-৮ খ্রিস্টাব্দের মধ্যে মোঙ্গলরা সর্বশেষ আক্রমণ পরিচালনা করে। ইকবালমন্দ নামে এক সর্দার সিন্ধু অতিক্রম করে অগ্রসর হতে থাকেন। কিন্তু তিনি পরাজিত ও নিহত হন। উপর্যুপরি এ ভাগ্যবিপর্যয় এবং সুলতানের সেনাবাহিনীর সমর দক্ষতা মোঙ্গলদের মনে এরূপ ভীতি সৃষ্টি করল যে, আলাউদ্দীনের জীবদ্দশায় তারা আর কোনো আক্রমণ করতে সাহসী হয়নি।

সর্বশেষ খবর