বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
শিল্পকলা

করণ্ডিচিত্র

শোলা নির্মিত ক্যানভাসে কয়েকটি প্যানেলে অঙ্কিত মনসার কাহিনীভিত্তিক ছবি। এটি করণ্ডি, মেড় বা মুণ্ডুস নামে হিন্দু সমাজে পূজিত হয়। মনসাপূজা উপলক্ষে মালাকাররা করণ্ডিচিত্র অঙ্কন করে। প্রথমে শোলা ও কাগজ দিয়ে বর্গাকৃতির মন্দিরসদৃশ ফ্রেম তৈরি করা হয়। তারপর উপরে-নিচে কয়েকটি খোপে বিভক্ত করে মনসা, বেহুলা, লখিন্দর, চাঁদ সদাগর, বেহুলার সাত ভাই ও তাদের স্ত্রী, মুনি, জেলে, সাপুড়ে, ধোপা, ঢুলি, কুণ্ডলিকৃত সর্প ইত্যাদির ছবি রঙতুলি দিয়ে আঁকা হয়। রীতি ও আঙ্গিকের দিক থেকে পটচিত্রের সঙ্গে এর মিল আছে। পূজাশেষে এ করণ্ডি কলার ভেলায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

 

 

সর্বশেষ খবর