শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা
জানা অজানা

রডোড্রেন্ড

নেপালের জাতীয় ফুল উজ্জ্বল লাল রঙের রডোড্রেন্ড। গ্রিক ভাষায় 'রডো' শব্দের অর্থ গোলাপ আর ড্রন্ড শব্দের অর্থ হলো বৃক্ষ। নেপালি ভাষায় এ ফুলকে ডাকা হয় 'লালী গুরানস' নামে। হিমালয়ের আশপাশে পাহাড়ি অঞ্চলে প্রায়ই এই ফুলটি দেখা যায়। প্রজাতির প্রাচুর্যতার কারণে হিমালয় অঞ্চলকে এ ফুলের অন্যতম উৎপত্তিস্থল হিসেবে ধারণা করা হয়। সমুদ্র থেকে প্রায় ১৫ হাজার মিটার উপরেও ফুলটি জন্মাতে পারে। সাধারণত বসন্তকালে যখন ফুলটি ফোটে তখন পাহাড়গুলো শোভিত হয় উজ্জ্বল লাল বর্ণের রডোড্রেন্ড ফুলে। আমাদের পাশর্্ববর্তী আরেকটি দেশ মিয়ানমারে দুটি জাতীয় ফুলের অস্তিত্ব বিদ্যমান। একটি হলো পাদাউক, অন্যটি তাজিন। পাদাউক একটি বৃক্ষজাতীয় ফুলগাছ। গাছে হলুদ রঙের ছোট ছোট ফুল ফোটে।

সর্বশেষ খবর