বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
ইতিহাস

আরাব শাহ'র বিবরণ

তৈমুর লঙ্গের রাজত্বকালে প্রখ্যাত ঐতিহাসিক আরাব শাহ এই তাতার সম্রাটের তথ্যবহুল বিবরণ দেন। 'এই দিগ্বিজয়ী ছিলেন দীর্ঘ, মাথা বড় ও কপাল প্রশস্ত। যেমন ছিল তার শারীরিক শক্তি তেমনি সাহস। প্রকৃতি তার চেহারায় কোনো খুঁত রাখেনি; তার চামড়া ছিল সাদা বর্ণ ও উজ্জ্বল। হাত-পাগুলো সবল, কাঁধ প্রশস্ত এবং আঙ্গুলগুলো লৌহকঠিন। তার দাঁড়ি ছিল লম্বা, হাত শুকনো। ডান পায়ে তিনি খুঁড়িয়ে চলিতেন। কণ্ঠস্বর ছিল খুবই ভারি। মধ্যবয়সেও যৌবনোচিত শক্তি ও মনোবল তার এতটুকু ক্ষুণ্ন হয়নি। তিনি ছিলেন পাহাড়ের মতোই দৃঢ়। মিথ্যা বলা ও ঠাট্টা-বিদ্রূপ তিনি মোটেই পছন্দ করতেন না। অপ্রিয় হইলেও সত্য কথাই তিনি শুনতে চাইতেন। দুর্ভাগ্যে তিনি যেমন বিচলিত হতেন না, সৌভাগ্যেও তেমন আনন্দে আত্দহারা হতেন না। তার সিলমোহরের ওপর দুটি ফারসি শব্দ ছিল; রস্তি রাউস্তি : অর্থ-শক্তিই বল। তিনি ছিলেন অত্যন্ত স্বল্পভাষী এবং কখনো মুখে আনতেন না হত্যা, লুট ও মেয়েদের শ্লীলতাহানির কথা। সাহসী সৈন্যদের তিনি ভালোবাসতেন। তৈমুরের চরিত্র সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে অবশ্য মতবিরোধ আছে।

সর্বশেষ খবর