বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
বিচিত্রিতা

সবচেয়ে বড় ব্যাঙ

সবচেয়ে বড় ব্যাঙ

পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ 'গোলিয়াথ ফ্রগ', যাদের দেখা যায় আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে। গোলিয়াথ ফ্রগ নামক প্রজাতি লম্বায় এক ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে প্রায় তিন কেজি। এরা নদীর তীরে এবং বালুকাময় চরে বাস করে। অন্যান্য উভচরের মতো প্রজননের জন্য এদেরও পানির প্রয়োজন হয়। এদের কোনো স্বরথলি না থাকায় প্রজননের সময় শব্দ উৎপন্নের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করতে পারে না। প্রজনন মৌসুমে পুরুষ ব্যাঙ জলাশয়ের নিরাপদ কোনো জায়গায় প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করে। এতে স্ত্রী ব্যাঙ আকৃষ্ট হয়ে পুরুষ ব্যাঙের সঙ্গে মিলিত হয়। প্রজনন শেষে স্ত্রী ব্যাঙ কয়েকশ ডিম পাড়ে এবং ডিমগুলো কোনো উদ্ভিদের গায়ে জমা রাখে। ৮৫ থেকে ৯৫ দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়। লার্ভা তৃণভোজী। জলজউদ্ভিদ খেয়ে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। এ অবস্থায় গোলিয়াথ ফ্রগ কীটপতঙ্গ খেয়ে জীবনধারণ করে। তা ছাড়া ছোট ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ ও সাপের বাচ্চাসহ নানা ধরনের প্রাণী খায়। বন্য পরিবেশে এ ব্যাঙ সর্বোচ্চ ১৫ বছর বাঁচে। আর ক্যাপটিভ ব্রিডিংয়ে বাঁচে সর্বোচ্চ ২১ বছর।

 

 

সর্বশেষ খবর