ইসলাম অন্য মানুষের জানমালের হেফাজত করাকে কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যে কারণে ইসলামী সমাজে একে অন্যকে ভাই হিসেবে ভাবার সুযোগ সৃষ্টি হয়। অন্য মানুষের জানমালের নিরাপত্তা ইসলামী সমাজের বৈশিষ্ট্য বলে বিবেচিত হয়। জাহেলিয়া যুগে জোর যার মুল্লুক তার সামাজিক বিধান হিসেবে বিবেচিত হতো। ইসলাম সে বিধানকে নাকচ করে দিয়েছে। অপরের সম্পদ বা যে সম্পদে নিজের হক নেই তা ভোগ ইসলাম অনুমোদন…