বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রাজপথে আবর্জনার ভাগাড়

পরিচ্ছন্ন নগরীর প্রতিশ্রুতি উপেক্ষিত

রাজধানীর রাজপথগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। যেখানে-সেখানে রাস্তার ওপর ময়লা-আবর্জনার স্তূপ গড়ে ওঠায় দুর্গন্ধে পথচারীদের পথচলা যেমন দায় হয়ে দাঁড়াচ্ছে তেমনি যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে বিঘ্ন। দুনিয়ার সব সভ্য দেশে দিনের বেলায় রাস্তার পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা কল্পনা করাও কঠিন। ডাস্টবিনের ময়লা-আবর্জনা রাতের বেলায় নিয়ে ফেলা হয় নির্দিষ্ট ভাগাড়ে। কিন্তু সভ্য মানুষ হিসেবে নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে আমরা পুরো রাজধানীকেই ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত করার কসরত করছি। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় এ ব্যাপারে বিপুল অর্থ ব্যয়ই শুধু সার হচ্ছে। রাজধানীর বিভিন্ন রাজপথের পাশে বসানো হয়েছে কনটেইনার ডাস্টবিন। বাসাবাড়ির ময়লা-আবর্জনা এনে এসব কনটেইনারে রাখা হয়। সিটি করপোরেশনের ঠিকাদাররা এ আবর্জনা ডাম্পিং ডিপোতে নিয়ে যাওয়ার দায়িত্বে নিয়োজিত। ঠিকাদারদের গাফিলতির কারণে রাস্তার পাশে দিনের পর দিন আবর্জনা পড়ে থাকে। অভিজাত এলাকা ও কূটনৈতিক পাড়া বারিধারার প্রধান রাস্তার এক বড় অংশকে ময়লা-আবর্জনার ভাগাড় বানানোর কৃতিত্ব দেখিয়েছেন তারা। কূটনৈতিক পাড়ায় ময়লা-আবর্জনার ভাগাড় বানানো হলেও তা দেখার যেন কেউ নেই। সরকারি দলের অঙ্গসংগঠনের লোক এই পরিচয়ে ক্ষমতাদর্পী ঠিকাদাররা ধরাকে সরা বানানোর পাঁয়তারা চালাচ্ছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় রাজধানী ক্রমান্বয়ে ময়লা-আবর্জনার শহরে পরিণত হচ্ছে। ময়লা-আবর্জনার এক বড় অংশ ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদী কিংবা অন্য কোনো জলাশয়ে। প্রকাশ্যে দিনের বেলায়ও আবর্জনার গাড়ি চলাচল করে রাজধানীর রাজপথে। দুর্গন্ধে মানুষের নাড়িভুঁড়ি বেরিয়ে আসারও উপক্রম হয়। বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের অন্যতম একটি নাগরিক সেবা। এ জন্য বিপুলসংখ্যক কর্মরত কর্মচারী থাকলেও তারা কতটা দায়িত্বশীল তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। কূটনৈতিক পাড়ায় গুরুত্বপূর্ণ রাস্তার ওপর বিরাট এলাকাজুড়ে ময়লার ভাগাড় স্থাপন করে তারা প্রমাণ করেছেন নাগরিক সেবার দিক থেকেই তারা শুধু কার্পণ্যের অধিকারী নন, বিদেশিদের কাছে দেশের মান ডোবানোর ক্ষেত্রেও তাদের জুড়ি নেই। ঢাকার দুই সিটি নির্বাচনে দুই মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সে প্রতিশ্রুতি পালনে তারা এগিয়ে আসবেন এমনটিই দেখতে চায় এ মেগাসিটির প্রতিটি মানুষ।

সর্বশেষ খবর