বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ধর্ম

রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে

মুহাম্মদ আরিফুর রহমান জসিম

বিদায় নিতে যাচ্ছে সিয়াম সাধনার মাহে রমজান। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্দসমর্পণ। মহান আল্লাহর নির্দেশের কাছে নিজেকে সন্তুষ্টচিত্তে সমর্পণ করা। তাঁর প্রতি ইমান, তাঁর প্রতি প্রতিদানের আশা করা এবং বিশ্বাস করা যে, আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপনের মাঝেই কল্যাণ ও সফলতা নিহিত। আল্লাহতায়ালা হলেন হাকিম বা মহাজ্ঞানী। তাঁর বিধানই পূর্ণাঙ্গ, সর্বশ্রেষ্ঠ ও সুন্দর। তাঁর প্রতিটি বিধানেই রয়েছে হিকমত ও কল্যাণময় উদ্দেশ্য। অনেক সময় সসীম মানুষ অনুধাবন করতে পারে না। এটা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। আল্লাহতায়ালা বলেন, তোমাদের খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। (সুরা আল ইসরা : ৮৫) মানুষের কর্তব্য হলো সর্বদা আল্লাহতায়ালার আদেশ-নিষেধ পালন করা। আল্লাহর অগণিত হিকমতপূর্ণ বিধানের মধ্যে রমজান হলো মহাহিকমতপূর্ণ বিধান। রমজানের মাধ্যমে আমাদের জীবনে সামগ্রিকভাবে যা পরিলক্ষিত হয় তা হলো- তাকওয়া ও আল্লাহভীতি, শয়তান ও কুপ্রবৃত্তির ক্ষমতা দুর্বল করা। সিয়াম আল্লাহর কাছে আত্দসমর্পণ ও তাঁর দাসত্ব প্রতিষ্ঠার প্রশিক্ষণ, ইমানকে দৃঢ় করা, মোরাকাবা ও আল্লাহর ভয় সৃষ্টি করা, ধৈর্য, সবর ও দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ, আখিরাতমুখী করার প্রশিক্ষণ, আল্লাহর সৃষ্ট জীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া, সমাজ সংস্কারের বিদ্যাপীঠ। উলি্লখিত বিষয়গুলো ছাড়াও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আর তা হলো শারীরিক শক্তি ও সুস্থতা অর্জন, রমজান যে তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত তা আল্লাহতায়ালা নিজেই ইরশাদ করেছেন, 'ওহে তোমরা যারা ইমান এনেছ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পার। (সুরা আল বাকারা : ১৮৩) রমজান শয়তান ও কুপ্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে দেয় যা হাদিস দ্বারা প্রমাণিত। সিয়ামের মাধ্যমে মানুষ নিজের মন ও বিবেককে নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করে। আল্লাহ সিয়ামের বিধান বর্ণনা করার পর বলেছেন, ওগুলো আল্লাহর সীমারেখা। সুতরাং ওগুলোর কাছে যেও না (সুরা বাকারা : ১৮৭) আল্লাহ সবাইকে পবিত্র রমজানের মাধ্যমে তার প্রকৃত শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। আমিন।

লেখক : গবেষক, প্রাবন্ধিক

 

সর্বশেষ খবর