বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিনিয়োগে স্থবিরতা

বিনিয়োগকারীদের আস্থা অর্জনের উদ্যোগ নিন

রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় দেশি ও বিদেশি বিনিয়োগে স্থবিরতা চলছে। বিনিয়োগবান্ধব রাজনীতির অনুপস্থিতিতে দৃশ্যত রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও তাতে আস্থা রাখতে পারছে না বিদেশি বিনিয়োগকারীরা। দেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও বিরাজ করছে অভিন্ন আশঙ্কা। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতাও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার সমাধানে সরকারের ইতিবাচক পদক্ষেপ না থাকায় বিনিয়োগ ক্ষেত্রে বিরাজমান অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। চলতি বছরের শুরুতে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি ছিল নেতিবাচক। জানুয়ারি মাসে একটি মাত্র প্রস্তাব নিবন্ধিত হয়েছিল। এরপর ফেব্রুয়ারি-জুন পর্যন্ত মোটামুটি ভালো অবস্থা ছিল বিদেশি বিনিয়োগের। কিন্তু জুলাই-আগস্ট ও সেপ্টেম্বরে তা আবার তলানিতে নেমে এসেছে। সর্বশেষ তিন মাসে বিদেশি বিনিয়োগের নিবন্ধন হয়েছে মাত্র ১৫টি। অথচ মার্চ-জুন সময়ে প্রায় অর্ধশত বিদেশি বিনিয়োগের প্রস্তাব নিবন্ধিত হয়েছিল। এ সময়ে দেশি কিছু বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হলেও তা শেষ পর্যন্ত চূড়ান্ত বিনিয়োগে রূপ নেয়নি। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য গত মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এশিয়া। কিন্তু তাতেও কোনো আগ্রহ দেখাননি বিদেশি উদ্যোক্তারা। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডকে কারণে-অকারণে হয়রানি করার ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্ষমতাসীন দলের স্থানীয় লোকজন তাদের জমি অবৈধভাবে দখল করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। কর্ণফুলীর তীরে একটি বড় শিল্প গ্রুপের পাঁচশ কোটি টাকা বিনিয়োগের পর সেই জমি সরকার অধিগ্রহণ করে নিয়ে যায় কয়লা সংরক্ষণের অজুহাতে। অথচ সে জমিতে দুই বছরেও কয়লা রাখা বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়নি। শিল্প স্থাপনে গ্যাস ও বিদ্যুতের অনুমতি পেতে নাকে দড়ি দিয়ে ঘোরানো শুধু নয়, শিল্পোদ্যোক্তাদের পকেট কাটাও হয়। শিল্প স্থাপনে সরকারের ১০ থেকে ১৫টি দফতর অধিদফতরের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় বিধায় প্রতিটি স্থানে টাকা ঢালতে হয়। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও অসহযোগিতার ঘেরাটোপে মড়ার ওপর খাঁড়ার ঘা হেনেছে দুই বিদেশি হত্যার ঘটনা।  তা শুধু বিদেশি বিনিয়োগকেও থামিয়ে দিয়েছে তা নয়, দেশি বিনিয়োগকারীদের মধ্যেও আশঙ্কা সৃষ্টি করেছে। শিল্পায়নের স্থবিরতা কাটাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সরকারের দায়িত্ব বলে বিবেচিত হওয়া উচিত। এ ক্ষেত্রে হেলাফেলার অবকাশ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর