শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

 মামলুকদের বিলাস-ব্যসন

মামলুক সুলতানদের বিলাস-ব্যসনের দৃষ্টান্ত বিরল নয়। রাজকীয় অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকভাবে দরবারগৃহে পালিত হতো। শোভাযাত্রায় সুলতান আকর্ষণীয় পোশাক পরিধান করতেন। সুলতান বায়বার্স সৈন্যদের কুচকাওয়াজ পরিদর্শন করতেন। ভোজসভায় বিভিন্ন ধরনের ধাতবপাত্রাদি ব্যবহৃত হতো। রাজকীয় পরিবারের মহিলা সদস্যবর্গ জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন এবং বিভিন্ন ধরনের অলঙ্কার হার, বাজুবন্দ, ঝুমকা পরিধান করতেন। রাজকীয় ভোজসভায় অভ্যাগতদের আপ্যায়নের জন্য ৫/৬ জন গায়ক, নর্তকী, ছায়া-নটনটী অনুষ্ঠান পরিবেশন করত। হিট্টি বলেন, ‘সুলতানের (আল-নাসির) সৌন্দর্যবোধ ছিল এবং জাঁকজমকপূর্ণ জীবনযাত্রায় ক্লান্ত হননি এবং তার পরিবেশকে শোভামণ্ডিত করার জন্য তিনি অজস্র অর্থ ব্যয় করতেন।’ কায়রো দুর্গে প্রত্যাবর্তনের সময় আল-নাসিরের কর্মচারীরা প্রায় ৪০০০ হস্ত পরিমাণ কার্পেট বিছিয়ে দেয়; শাকসবজি বহনকারী ৪০টি উট হজযাত্রার সময় তার সঙ্গে গমন করে। তার ১১টি কন্যার বিবাহে তিনি প্রতিটির জন্য ৮ লাখ দিরহাম ব্যয় করেন। বুরজী মামলুক জাকমাক তিন বছরে তার ক্রীতদাস এবং অনুদান হিসেবে ৩০ লাখ  দিনার ব্যয় করেন।

সর্বশেষ খবর