শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পাতাল রেল স্থাপনের সিদ্ধান্ত

যানজট নিরসনের ইতিবাচক উদ্যোগ

পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে দেশে পাতাল রেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি পাতাল রেল তৈরির প্রকল্পও হাতে নেওয়া হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থায়নের আশ্বাসও পাওয়া গেছে। পাতাল রেল বাস্তবায়নে ভারতের সহায়তা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। ভারতের কলকাতায় পাতাল রেল থাকায় এবং কলকাতার সঙ্গে ঢাকার মাটির মিল থাকায় এ ব্যাপারে তাদের সহায়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল নির্মাণের সিদ্ধান্ত দেশের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। আশা করা হচ্ছে একের পর এক ফ্লাইওভার, মেট্রোরেল এবং পাতাল রেল নির্মাণের ফলশ্রুতিতে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আসবে। যানজট এ মুহূর্তে রাজধানীর সবচেয়ে বড় সমস্যা। দেশের অর্থনীতির জন্যও তা বিসংবাদ হয়ে দেখা দিচ্ছে। যানজটের কারণে রাজধানী ঢাকা ইতিমধ্যে অচল নগরীতে পরিণত হয়েছে। বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস ঢাকা সফরকালে যানজটের হাল-হকিকত দেখে আঁতকে ওঠেন। রাজধানীতে পাতাল রেল নির্মাণের পরামর্শ আসে মূলত তার কাছ থেকেই। এ ব্যাপারে বিশ্বব্যাংকের অর্থায়নেরও আশ্বাস দেওয়া হয়। ঢাকার যানজট সম্পর্কে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের তিক্ত অভিজ্ঞতা একনেকের বৈঠকে আলোচিত হলে প্রধানমন্ত্রী পাতাল রেল নির্মাণের প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন। পাতাল রেল নির্মিত হলে যানজট যে অনেকটা নিয়ন্ত্রণে আসবে তা সহজেই অনুমেয়। তবে পাশাপাশি রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠাও আরও বেশি জরুরি। রাস্তা অপদখল ও যেখানে সেখানে পার্কিং বন্ধ করা সম্ভব হলে রাজধানীকে অচলাবস্থা থেকে এখনই মুক্ত করা সম্ভব বলে আমাদের বিশ্বাস। সে ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া দরকার।

সর্বশেষ খবর