মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিনিয়োগ বিসংবাদ

আস্থার পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিন

উন্নয়নের জাদু দিয়ে সবকিছু মাত করা সরকারের লক্ষ্য বলে বিবেচিত হলেও সেটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগ-সংক্রান্ত বিসংবাদে। আইনশৃঙ্খলার অবনতি, সুশাসনের সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দুর্নীতি নামের দৈত্যের দাপটও তাদের নিরুৎসাহিত করছে। সাম্প্রতিক সময়ে দুই বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে গ্রেনেড হামলা, পরে দুই পুলিশ হত্যা বাংলাদেশের তৈরি পোশাক খাতকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। অনেক ক্রেতা এখন ঢাকায় আসতে চাইছেন না নিরাপত্তার অজুহাতে। তারা অবস্থান নিয়েছেন হংকং, ব্যাংকক ও দুবাইয়ে। বিক্রেতাদের তারা ডেকে পাঠাচ্ছেন, বিক্রেতারাও ছুটছেন সেখানে। বিনিয়োগ করতে গিয়ে  প্রভাবশালী ব্যবসায়ীরাও আমলাতান্ত্রিক জটিলতার শিকার হচ্ছেন। ট্রেড লাইসেন্স সংগ্রহ থেকে আরম্ভ করে কর পরিশোধ পর্যন্ত ঘাটে ঘাটে সংকটে পড়তে হয় বিনিয়োগকারীদের। বিদ্যুৎ, পানি, গ্যাস বিভিন্ন খাতে চরম হয়রানির কারণে ব্যবসায়ী-শিল্পপতিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলশ্রুতিতে নতুন বিনিয়োগে দেশীয় বিনিয়োগকারীরা উৎসাহ হারাচ্ছেন। বড় ব্যবসায়ীদের নতুন করে হয়রানি করা হচ্ছে ওয়ান-ইলেভেনের মামলা পুনরুজ্জীবিত করে। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বাড়ানো হচ্ছে। পরিকল্পিতভাবে তা করা হচ্ছে কি না এমন প্রশ্নও জেগে উঠেছে ব্যবসায়ীদের মধ্যে। আওয়ামী লীগের আগের আমলে বেশকিছু দেশীয় বিনিয়োগকারীর শিল্প প্রকল্পের জমি অধিগ্রহণ করা হয়েছিল। যে জমি শিল্পস্থাপন ও কর্মসংস্থানে ব্যবহৃত হতো তা নানা অজুহাতে অধিগ্রহণ করে ফেলে রাখা হয়েছে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বিনিয়োগকারীদের হয়রানি করার অপরিণামদর্শিতা বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। বিদ্যুৎ-গ্যাস সমস্যায়ও নিরুৎসাহিত হচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগ। সমৃদ্ধ আবাসন শিল্প দেউলিয়া হতে চলেছে ব্যাংকিং খাতের ভুল নীতির কারণে। ব্যবসা-বাণিজ্য দেশকে সমৃদ্ধ করে। উন্নয়নের জাদু দিয়ে জনগণের মন জয় করতে চাইলে তার পূর্বশর্ত হিসেবে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। সবার আগে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর