বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই

মাওলানা মুহম্মাদ সাহেব আলী

আল্লাহ দুনিয়াসহ সৃষ্টি জগতের স্রষ্টা। আল্লাহর পরিচয় সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে- ‘আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, অনাদি অনন্ত। তাঁকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। কে আছে এমন যে তাঁর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি সবই অবগত। যা তিনি ইচ্ছা করেন। তাছাড়া তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর আসন আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এদের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।’

আল্লাহর পরিচয় আরও স্পষ্ট করা হয়েছে সূরা হাশরের ২২-২৪ আয়াতে। ইরশাদ করা হয়েছে- ‘তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে অবগত আছেন। তিনি দয়াময়, পরম দয়ালু। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই রাজা, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনিই নিরাপত্তাদাতা, তিনিই আশ্রয়দাতা, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের দাবিদার। তারা যাকে শরিকদার করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তাঁরই। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

সূরা আনয়াম-এর ৭৩ নম্বর আয়াতে আল্লাহর দুনিয়া এবং গ্রহ নক্ষত্র সৃষ্টির বিষয়টি উল্লেখ করে ইরশাদ করা হয়েছে- ‘তিনিই (আল্লাহ) সঠিকভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। যখন তিনি বলেন : হয়ে যাও, তখনই হয়ে যায়। তাঁর কথাই সত্য। যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে সেদিনের কর্তৃত্ব তো তাঁরই। অদৃশ্য ও দৃশ্য সব বিষয়ে তিনি অবগত। আর তিনিই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। ’

আল্লাহর সার্বভৌম ক্ষমতার বিষয়টি স্পষ্ট করা হয়েছে সূরা মূলক-এর ১-২ আয়াতে। ইরশাদ করা হয়েছে- ‘মহা মহিমান্বিত তিনি, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। যাতে তোমাদের পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে কাজে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।’

            হলেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর