বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

আত-তুগ্রিলের উত্থান

ওসমানলী তুর্কি সম্প্রদায় ওঘুজ তুর্কির কায়ি  গোত্রভুক্ত ছিল এবং মধ্য-এশিয়া হতে সেলজুক সুলতানদের আমলে বর্তমান আনাতোলিয়াতে এসে বসতি স্থাপন করে। এরজেরুনের তুর্কি সুলতান ওসমানলী তুর্কিদের ৫০ হাজার পরিবারকে এরজিনজান-এর সন্নিকটে বসবাসের অনুমতি দেন। দুই শতাব্দী (দ্বাদশ-ত্রয়োদশ) ধরে আনাতোলিয়ার সেলজুক সুলতানদের অধীনে থাকার পর চতুর্দশ শতাব্দীতে সুলতান আলাউদ্দীনের রাজত্বে ওসমানলী তুর্কি নেতা আত-তুগ্রিলের কার্যক্ষমতায় মুগ্ধ হয়ে ১২৩২ খ্রিস্টাব্দে তাকে আনাতোলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। আলাউদ্দীনের রাজত্বকালে মোঙ্গলরা আনাতোলিয়া আক্রমণ করলে বীরত্বের সঙ্গে আত-তুগ্রিল তা প্রতিহত করেন। এতে সন্তুষ্ট হয়ে সুলতান আলাউদ্দীন আত-তুগ্রিলকে এশিয়া মাইনরের সেলজুকদের আয়ত্তাধীনে সুগুত জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ জায়গির প্রদান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর