শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

উলুঘ খান

মুহম্মদ জুনা খান ‘উলুঘ খান’ উপাধি লাভ করলেন। রাজকোষের আর্থিক অনটনের দিকেও তিনি দৃষ্টি দেন এবং এর প্রতিবিধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। খসরু খানের রাজত্বে দিল্লির শেখ ও উলেমাগণ প্রচুর অর্থ লাভ করেছিলেন। শেখ নিজামউদ্দীন আউলিয়া স্বয়ং পাঁচ লাখ টাকা লাভ করেন এবং তিনি সে অর্থ দিল্লির গরিবদের মধ্যে বিতরণ করেন। গিয়াসউদ্দীন তুঘলক সিংসাহনে আরোহণ করে দিল্লির শেখ ও উলেমাগণের মধ্যে বিতরিত অর্থ রাজকোষে ফিরিয়ে দিতে অনুরোধ জানান। কেউ কেউ সে অর্থ ফেরত দেন। কিন্তু শেখ নিজামউদ্দীন আউলিয়া তা ফেরত দিতে না পারায় সুলতানের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে পড়ে। রাজ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পর সুলতান গিয়াসউদ্দীন দাক্ষিণাত্যের মনোনিবেশ করলেন। ১৩২১ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের বরঙ্গলের বিরুদ্ধে তিনি নিজ পুত্র জুনা খানের নেতৃত্বে একটি সৈন্যদল প্রেরণ করলেন। তার প্রথম প্রচেষ্টা সার্থক হয়নি।

১৩২৩ খ্রিস্টাব্দে দ্বিতীয় অভিযান পরিচালনা করে শাহজাদা বিদর এবং বরঙ্গল অধিকার করেন। সুলতান গিয়াসউদ্দীন বলবনের মৃত্যুর পর বঙ্গদেশের শাসনকর্তাগণ দিল্লির আধিপত্য স্বীকার করলেও প্রকৃতপক্ষে তারা স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর