শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

ত্বক পরিচর্যা

অত্যন্ত তৈলাক্ত ত্বকের জন্য : যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা সেবেশাস গ্রন্থির তেলক্ষরণ কম করতে নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করতে পারেন। তুলসী পাতার রসে কয়েক ফোঁটা লেবুর রস, মধু, আদার রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ব্যবহার করুন মুখ পরিষ্কার করতে। দুই চা চামচ মুলতানি মাটি ও একটি গোটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে এ মিশ্রণটি মুখে লাগিয়ে অল্প রগড়ে ধুয়ে ফেলুন। তুলসী পাতা পানিতে ফুটিয়ে (পনেরো মিনিট) পানি ছেঁকে নিন, সিদ্ধ তুলসী পাতার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ আপেলের রস এবং সামান্য মধু দিয়ে মুখে লাগান।

ত্বক পরিচর্যায় ভাতের মাড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

     —ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর