বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চাই পরিচ্ছন্ন ঢাকা

জনসচেতনতাই হতে পারে সাফল্যের চাবিকাঠি

রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম মেগাসিটি। দেড় কোটি মানুষের এই মহানগরীর বিশালত্ব নগরবাসীর জন্য গর্বের হলেও অপরিচ্ছন্ন অবস্থা সে অহংবোধে প্রতিনিয়ত বিড়ম্বনা সৃষ্টি করছে। এ বিড়ম্বনা থেকে নগরবাসীকে রেহাই দিতে রাজধানীর দুই সিটি করপোরেশনের দুই নবনির্বাচিত মেয়র বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন তা প্রশংসাও অর্জন করছে। দুই মেয়র তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার কথা বলেছিলেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের তত্পরতাকে ইতিবাচক চোখেই দেখছে ঢাকা মহানগরীর মানুষ। গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিল দেশের সর্বোচ্চ আদালতকে সঙ্গী করে। দেশের প্রধান বিচারপতি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। ওই সাদামাটা অনুষ্ঠানে প্রধান বিচারপতি যে বক্তব্য রেখেছেন তা তাত্পর্যের দাবিদার। দিল্লির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত রাখতে জোড়-বিজোড় নিয়ম চালু করেছেন। অর্থাত্ এক দিন জোড় নম্বরের গাড়ি চলাচল করলে পরদিন চলছে বেজোড় সংখ্যার গাড়ি। ভারতের প্রধান বিচারপতি কলুষমুক্ত নগরীর জন্য বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছেন। তার সঙ্গে একমত হয়ে আমিও একই কথা বলছি। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য তিনি মেয়র সাঈদ খোকনের প্রশংসাও করেছেন। পরামর্শ দিয়ে বলেছেন, সুয়ারেজ লাইনের সংযোগ বন্ধ করে বুড়িগঙ্গা ক্লিন করলে ঢাকা আরও সুন্দর হবে। ঢাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতার কথাও বলেছেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা যেসব সমস্যায় জর্জরিত তার মধ্যে অপরিচ্ছন্নতা অন্যতম। এ সমস্যার সমাধানে ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সিটি করপোরেশনের দায়িত্ব হলেও নাগরিক সহযোগিতা ছাড়া এ দায়িত্ব পালন করা কারোর পক্ষে সম্ভব নয়। ঢাকাকে পরিচ্ছন্ন রাখার কাজে সব মহলকে উদ্যোগী করার পদক্ষেপ অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা আশা করব, পরিচ্ছন্ন ঢাকা প্রতিষ্ঠায় এর অধিবাসীদের সজাগ করে তোলার প্রয়াস অব্যাহত থাকবে। সাফল্যের জন্য সেটি জিয়নকাঠি হিসেবে বিবেচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর