রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

রাজস্ব সংস্কার

সুলতান গিয়াসউদ্দীন রাজকোষের অর্থসংকট দূর করার জন্য রাজস্ব ব্যবস্থার সংস্কার সাধন করেছিলেন। ইতিপূর্বে অন্যায়ভাবে  যেসব জায়গীর বিতরণ করা হয়েছিল, তিনি সেগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে আনয়ন করেন। তিনি এক-দশমাংশ রাজস্ব হিসেবে নির্ধারণ করেন। কৃষকরা যাতে রাজস্ব প্রদানে অপারগ না হয় সে জন্য তিনি নতুন ভূমি সম্বন্ধীয় নীতি গ্রহণ করেন এবং কৃষক ও কৃষিব্যবস্থার উন্নতির প্রতি গুরুত্ব দেন। সুলতান রাজস্ব আদায়ের ব্যাপারে কড়াকড়ি শিথিল করেছিলেন। রাজস্ব আদায়কারীরা যাতে কৃষকদের প্রতি সদ্ব্যবহার করে সে ব্যাপারেও তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। দুর্ভিক্ষের সময় বহুল পরিমাণে রাজস্ব মওকুফ করা হতো। খাজনা প্রদানে অক্ষম ব্যক্তিদের প্রতি অনুকম্পা প্রদর্শন করা হতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর