সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
বিচিত্রিতা

গণিত শাস্ত্রবিদ ব্রহ্মগুপ্ত

গণিত শাস্ত্রবিদ ব্রহ্মগুপ্ত ৫৯৮ সালে ভারতের উত্তর পশ্চিমের রাজস্থানের ভিনমাল (তত্কালীন ভিল্লামালা) নামক শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল জিষ্ণুগুপ্ত। ব্রহ্মগুপ্ত তার জীবনের বেশিরভাগ সময় কাটান ভিল্লামালায়, রাজা ভ্যাগ্রমুখের রাজত্বকালে তিনি রাজার অনুগ্রহপুষ্ট ছিলেন। তিনি উজ্জাইনের মানমন্দিরের প্রধান ছিলেন। ৬৬৮ সালে তার মৃত্যু হয়।

উজ্জাইনের মানমন্দিরের প্রধান থাকাকালীন ব্রহ্মগুপ্ত গণিত ও জ্যোতির্বিদ্যার ওপর চারটি বই লেখেন। এ বইগুলো হলো চাদামেকেলা, ব্রহ্মস্ফুতসিদ্ধান্ত, খণ্ডখদ্যকা এবং দুরকেয়াম্যনাদ্রা। তার সবচেয়ে বিখ্যাত বই ব্রহ্মস্ফুতসিদ্ধান্ত (ব্রহ্মর সংশোধিত নীতিমালা)। ইতিহাসবিদ আবু রায়হান আল বিরুনী (৯৭৩-১০৪৮) তার বই তারিখ আল হিন্দ বা ভারতীয় ইতিহাসে উল্লেখ করেন। আব্বাসীয় খলিফা আল মামুনের ভারতীয় রাষ্ট্রদূত ভারতবর্ষ থেকে একটি বই আরবে নিয়ে আসেন এবং তা আরবিতে অনুবাদ করেন সিন্দহিন্দ নামে। ধারণা করা হয় এ বইটি ছিল ব্রহ্মগুপ্তের লেখা ব্রহ্মস্ফুতসিদ্ধান্ত। তিনি বিখ্যাত ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট ও গণিতজ্ঞ ভাস্করের কাজ সম্পর্কে জানতেন।

সর্বশেষ খবর