বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ভেষজ

সাইনোসাইটিসের চিকিৎসা

আমাদের নাকের চারপাশের অস্থিগুলোর পাশে বাতাসপূর্ণ কুঠরি থাকে, এদের সাইনাস বলে। সাইনাসের কাজ হলো মাথাকে হালকা রাখা, মস্তিষ্ককে আঘাত থেকে রক্ষা করা, কণ্ঠস্বরকে সুরেলা রাখা, দাঁত ও চোয়াল গঠনে সহায়তা করা। যদি কোনো কারণে এ সাইনাসগুলোতে প্রদাহ তৈরি হয় তখন তাকে সাইনোসাইটিস বলে।

চিকিৎসা : রসুন এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। প্রতিদিন ২-৪ কোয়া রসুন ২ চা চামচ মধুর সঙ্গে দিনে দুবার সেবন করলে সাইনোসাইটিস ভালো হয়।

পিয়াজ : প্রতিদিন ১ চা চামচ পিয়াজ রস ১ চা চামচ মধুর সঙ্গে সেবন করলে সাইনোসাইটিস ভালো হয়ে যাবে।

গোলমরিচ : ৫ গ্রাম গোলমরিচ চূর্ণ ১ গ্লাস গরম দুধের সঙ্গে সেবন করলে সাইনোসাইটিস দূর হয়ে যায়।

আদা : নিয়মিত আদার রস ১ চা চামচের সঙ্গে ১ চামচ মধুসহ সেবন করলে সাইনোসাইটিসজনিত মাথাব্যথা দূর হয়।

যষ্টিমধু : যষ্টিমধু এন্টিবায়োটিক ও এন্টিভাইরাল হিসেবে কাজ করে এবং শ্বসনতন্ত্রের প্রদাহ দূর করে।

পুদিনা তেল : পুদিনা তেল সাইনোসাইটিসজনিত মাথাব্যথা, নাক ও মুখমণ্ডলের ব্যথা দূর করতে কার্যকর।

ইউক্যালিপটাস তেল : ইউক্যালিপটাস তেল এন্টিবায়োটিক হিসেবে খুব ভালো। এ তেল ব্যাকটেরিয়াল ইনফেকশনজনিত সাইনোসাইটিস দূর করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর