সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ক্রুসেডের প্ররোচনা

বায়েজিদের সমরশক্তি বৃদ্ধিতে ইউরোপীয় খ্রিস্টান সম্প্রদায়ে শঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে হাঙ্গেরির রাজা সিগিসমন্ড পিতৃরাজ্য বুলগেরিয়া তুর্কিদের দ্বারা বিজিত হলে দানিয়ুবের তীরবর্তী নিকোপলিস শহরটি পুনর্দখল করেন। এ সংবাদে ক্রুদ্ধ হয়ে বায়োজিদ একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করে হাঙ্গেরির রাজা সিগিসমন্ডকে সমুচিত শাস্তি প্রদানের প্রয়াস পান। অটমান বাহিনীর আগমনবার্তায় সিগিসমন্ড নিকোপলিস শহর ছেড়ে পলায়ন করেন। কিন্তু তিনি ক্ষান্ত হননি, বরং ইউরোপীয় খ্রিস্টান রাজন্যবর্গকে তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্ররোচিত করেন। তার আবেদনে পোপ নবম বনিফেস মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডারদের মন্ত্রণা দিতে থাকেন। এর ফলে এক ধর্মযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। ফ্রান্সের রাজা ষষ্ঠ চার্লসের প্ররোচনায় বিপুলসংখ্যক ফরাসি নাইট বারগাণ্ডির রাজপুত কমতে ডি. নেভার্সের নেতৃত্বে সমবেত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর