মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা

দূষণ রোধের প্রস্তুতিও থাকতে হবে

দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে জেগে ওঠা চরাঞ্চলের ভূমির উন্নয়ন করে সেখানে পরিবেশ উপযোগী শিল্পনগরী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে বেশ কিছু চরের জমিতে শিল্পনগরী গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুকূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আরও কিছু চরাঞ্চলের জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। নদ-নদী ও বঙ্গোপসাগরের জেগে ওঠা চরের উন্নয়ন ঘটিয়ে সেখানে শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্তটি খুবই তাত্পর্যের দাবিদার। অবস্থানগত কারণে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে এক আকর্ষণীয় নাম। সস্তা শ্রমও তাদের আগ্রহ সৃষ্টিতে উৎসাহ জোগাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় জমির অভাব বিদেশি বিনিয়োগের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিল্প বা শিল্পাঞ্চল স্থাপনে পর্যাপ্ত জমির সংস্থান না পেয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে দেনদরবার করার পর বিদেশি বিনিয়োগকারীরা ফিরে যেতে বাধ্য হয়েছেন। নদ-নদী ও বঙ্গোপসাগরের চরাঞ্চলে পরিবেশ উপযোগী শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত জমিসংক্রান্ত সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি সরকারের এ সিদ্ধান্ত জেগে ওঠা চরাঞ্চল সুসংরক্ষণেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে যেসব এলাকা নির্বাচন করা হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে যমুনার জেগে ওঠা চর। যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুসংলগ্ন এলাকায় অব্যবহৃত জমি ও জেগে ওঠা চর। চট্টগ্রামের মিরসরাই, সাধুর চর, পীরের চর ও চর মোশাররফ এবং ফেনীর সোনাগাজীতে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে জমি বন্দোবস্ত নিয়ে বেজা কাজ শুরু করেছে। টেকনাফের জালিয়ার চর ও সেন্ট মার্টিন এলাকায় ট্যুরিজম পার্ক স্থাপন এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও তত্সংলগ্ন চরাঞ্চলেও শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। নদী ও সাগর থেকে জেগে ওঠা চরে শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবতার নিরিখে গ্রহণযোগ্য হলেও তা যাতে নদী বা সাগরের পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও নজর রাখতে হবে। শিল্পাঞ্চলের বর্জ্যে নদী ও সাগর যাতে দূষিত না হয়, তা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনার প্রযুক্তিগত সব ধরনের সুযোগ-সুবিধাও শিল্পাঞ্চলগুলোয় গড়ে তুলতে হবে। সবুজ শিল্প এলাকা প্রতিষ্ঠায়ও নিতে হবে উদ্যোগ।

সর্বশেষ খবর