শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তি

সুপ্রিমকোর্টের নির্দেশনা প্রশংসনীয়

দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতের বিচারকদের প্রতি সুপ্রিমকোর্ট প্রশাসনের নির্দেশনাকে আশাজাগানিয়া ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ নির্দেশনার ফলে দুর্নীতিবিরোধী লড়াইয়ে গতি সৃষ্টি হবে এমন আশাও জেগে উঠেছে। স্মর্তব্য, প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে অগ্রাধিকার ভিত্তিতে ও ফৌজদারি কার্যবিধিতে নির্ধারিত ৬০ দিনের মধ্যে দুর্নীতি মামলা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৮ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দেয়। এ চিঠির প্রেক্ষিতেই সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আশা করা হচ্ছে সুপ্রিমকোর্ট প্রশাসনের চিঠি দুর্নীতির মামলা নিষ্পত্তিতে গতি সৃষ্টি করবে। দুর্নীতি মামলার দ্রুত বিচার দুর্নীতিবিরোধী কার্যক্রমে উৎসাহ জোগাবে। সুপ্রিমকোর্ট প্রশাসনের নির্দেশনায় জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজকে দুদকের মামলাসমূহ দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতে পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিচারকদের এসব মামলা অগ্রাধিকার ও আইনে নির্ধারিত ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অধিকাংশ জেলার দায়রা এবং মহানগর দায়রা জজগণ দুর্নীতির মামলা বিচারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতে না পাঠিয়ে নিজ আদালতে রাখেন বা তার অধীনস্থ অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ আদালতে পাঠান। ফলে বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতে দুর্নীতির মামলার স্বল্পতা ঘটে। বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতেও দুর্নীতির মামলা আইনে নির্ধারিত সময়ের মধ্যে এবং কাঙ্ক্ষিত হারে নিষ্পত্তি হচ্ছে না। দুর্নীতি এ মুহূর্তে এক জাতীয় সমস্যার নাম, যা জনভোগান্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। আশা করা হচ্ছে, দুর্নীতি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি দীর্ঘসূত্রতার সংস্কৃতি থেকে পরিত্রাণের সুযোগ সৃষ্টি করবে। আইনের শাসন বা সুশাসন প্রতিষ্ঠায় তা অবদান রাখতে সমর্থ হবে। বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা নিবিড়করণেও অবদান রাখবে সুপ্রিমকোর্ট প্রশাসনের এ নির্দেশনা।  সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক নানা সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সুপ্রিমকোর্ট প্রশাসনের নির্দেশনা এ ক্ষেত্রে জাতিকে আশ্বস্ত করবে এমনটিও কাঙ্ক্ষিত।

সর্বশেষ খবর