শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

জনইচ্ছার প্রতিফলন ঘটুক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রধান দুই রাজনৈতিক দল শক্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। দুই দলই সর্বশক্তি নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে। ক্ষমতাসীন দলের প্রার্থী মনোনয়ন নিয়ে জটিলতা থাকলেও দলীয় প্রধানের হস্তক্ষেপে তার অবসান ঘটেছে। প্রধান বিরোধী দল বিএনপি নেতা-কর্মীদের সক্রিয় করতে সিটি নির্বাচনেও লড়ছে একাট্টা হয়ে। নারায়ণগঞ্জের সিটি নির্বাচন শুধু নির্বাচন কমিশন নয়, সারা জাতির সামনে চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। দেশে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব এ চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে হবে নির্বাচন কমিশনকে। আমরা সভ্য দেশের নাগরিক এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ তা প্রমাণেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব দল, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে যত্নবান হতে হবে। নির্বাচনে জয়-পরাজয় থাকে। কোনো দল বা প্রার্থীর জন্য ১৬ কোটি মানুষের ওই জাতির ভাবমূর্তি যাতে কলঙ্কিত না হয়, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি যাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা প্রদর্শনে আর পরাজিত না হয় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন। এ নির্বাচনের ফলাফলে কোনো দলের ক্ষমতা হারানো কিংবা কোনো দলের ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা কিংবা আশঙ্কা কোনোটিই জড়িত নয়। দলীয়ভাবে নির্বাচন হলেও স্বীকার করতেই হবে স্থানীয় নির্বাচনে দলের চেয়েও প্রার্থীর গ্রহণযোগ্যতাই বেশি গুরুত্ব পায়। স্থানীয় সরকার নির্বাচনে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষার যেহেতু প্রতিফলন ঘটে, সেহেতু সে আশা-আকাঙ্ক্ষা কেড়ে নেওয়ার কোনো অপপ্রয়াস যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। হানাহানি ও বিভক্তির রাজনীতি গোটা জাতিকে বিভক্ত করে রেখেছে। কেড়ে নিয়েছে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি দেশবাসীর আস্থা ও বিশ্বাস। আমরা আশা করব এ নির্বাচনের মাধ্যমে বিশ্বাস ফিরে পাওয়ার প্রক্রিয়ার শুভ সূচনা হবে। নির্বাচনের রায়ে জনইচ্ছার প্রতিফলন ঘটবে।

সর্বশেষ খবর