বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পানি সমস্যার সমাধান

বৈশ্বিক উদ্যোগ সময়ের দাবি

পানির অপর নাম জীবন। মানুষের অস্তিত্বের সঙ্গে রয়েছে পানির সম্পর্ক। কৃষি উৎপাদনে পানির প্রয়োজন যেমন অনস্বীকার্য, তেমনি তেষ্টা মেটানোরও এটি অপরিহার্য উপাদান। সুস্থ জীবনযাপনের অনুষঙ্গ হিসেবেও পানির অবদান নিয়ে দ্বিমত পোষণের সুযোগ নেই। পানির সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক থাকায় সভ্যতার বিকাশের পর থেকে পানি নিয়ে দ্বন্দ্ব-সংঘাতেও লিপ্ত হয়েছে মানুষ। বলা হয়, পৃথিবীতে প্রথম যুদ্ধের সূচনা হয় ইরাকে। ফোরাত উপকূলের দুই নগর রাষ্ট্রের মধ্যে পানি নিয়ে বিরোধের পরিণতিতে। বিশেষজ্ঞদের মতে, আণবিক অস্ত্র উদ্ভাবনের ফলে আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা নেই বললেই চলে। তারপরও পৃথিবীতে যদি কখনো তৃতীয় মহাযুদ্ধের সূচনা হয় তবে তা হবে পানি নিয়ে। পৃথিবীর সিংহভাগ এলাকায় সাগর-মহাসাগর নদ-নদী থাকা সত্ত্বেও পানীয়জল বা কৃষিসহ দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য পানির অভাব প্রকট। পানির ন্যায্য বণ্টনের অভাবেও দুনিয়ার দেশে দেশে অনাকাঙ্ক্ষিত সংকটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত পানি সম্মেলনে বিশ্বজুড়ে বিদ্যমান পানি সমস্যার সমাধানে সর্বজনীন বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের তাদের দেশের পলিসিতে পানি সম্পর্কিত বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পানি ব্যবস্থাপনায় সব জাতিকে একত্রে কাজ করতে হবে। আন্তঃসীমান্ত নদীর পানি সুব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পানির দুষ্প্রাপ্যতা সব সময় সংকটের প্রধান কারণ নয়। বিষয়টি ন্যায্য বণ্টনের সঙ্গেও সম্পর্কিত। প্রধানমন্ত্রী এ সমস্যার সুষ্ঠু সমাধানে সম্মেলনে সাতটি এজেন্ডা তুলে ধরেন এবং বলেন বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যারা সংকট মোকাবিলা করছে তাদের চাহিদার দিকে বিশেষ নজর দিতে হবে। পানি সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য তাৎপর্যের দাবিদার। বাংলাদেশ পানি সমস্যার শিকার দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের ফলে যে দেশগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে বাংলাদেশের অবস্থান তার মধ্যে উপরের দিকে। এ সমস্যা মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে।  আশা করা যায়, হাঙ্গেরির পানি সম্মেলনে বাংলাদেশের দেওয়া পরামর্শগুলো সমস্যা সমাধানে আলোর মুখ দেখাতে সম্ভব হবে।  মানব জাতির অস্তিত্বের স্বার্থেই সে বিষয়টি প্রাসঙ্গিকতার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর