শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মা-বাবার খেদমতে মনোযোগী হতে হবে

মুফতি মুহাম্মদ আল আমিন

মা-বাবার খেদমতে মনোযোগী হতে হবে

মা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। শ্রেষ্ঠ উপহার। মা-বাবার খেদমত করলে জান্নাত লাভ করা যায়। তাদের সেবা করলে নিশ্চিত বেহেশত লাভ হয়। পবিত্র কোরআনে আল্লাহপাক পিতা-মাতার সম্মান ও মর্যাদার বর্ণনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কেমন আচার ব্যবহার করতে হবে, কীভাবে কথা বলতে হবে তাও উল্লেখ করে দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ‘আপনার প্রভু নির্দেশ দিচ্ছেন যে, একমাত্র তাঁরই ইবাদত কর এবং পিতামাতার সঙ্গে উত্তম আচরণ কর...’ (সূরা বনি ইসরাইল, আয়াত : ২৩-২৪)। এখানে লক্ষণীয় বিষয় হলো, উল্লিখিত আয়াতে আল্লাহপাক নিজ ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমতের নির্দেশ দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতেও পিতা-মাতার খেদমত, সম্মান ও মর্যাদার ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি বলল, ইয়া রসুলুল্লাহ! আমার সংশ্লিষ্ট লোকদের মধ্যে কে সর্বাধিক সৌজন্যমূলক আচরণ লাভের অধিকারী? তিনি বললেন, তোমার মাতা। সে জিজ্ঞেস করল, তারপর কে, তিনি বললেন, তোমার মাতা। সে আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে আবারও জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। অন্য এক বর্ণনায় রয়েছে তিনি বললেন, তোমার মাতা। তারপর তোমার মাতা। তারপর তোমার মাতা। অতঃপর তোমার পিতা। এরপর তোমার (পর্যায়ক্রমে) নিকটবর্তী ব্যক্তিগণ। (বুখারি ও মুসলিম)। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলি মলিন হোক, তার নাসিকা ধূলি মলিন হোক। জিজ্ঞেস করা হলো, ইয়া রসুলুল্লাহ! কে সে? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতার কোনো একজনকে অথবা উভয়জনকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু বেহেশত লাভ করল না। (মুসলিম)। প্রিয় পাঠক! মা-বাবা যদি অমুসলিমও হয় তবু তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। হজরত আসমা বিনতে আবু বকর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, কুরাইশদের সঙ্গে যখন মুসলমানদের সন্ধি হয় আমার মাতা তখন মুশরিক অবস্থায় আমার কাছে আগমন করলেন। আমি রসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রসুলুল্লাহ! আমার মাতা আমার কাছে এসেছেন; কিন্তু তিনি ইসলামের প্রতি বিরূপ ভাব পোষণকারিণী। এমতাবস্থায় আমি তার সঙ্গে কি ভালো ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। তার সঙ্গে উত্তম ব্যবহার কর। (বুখারি ও মুসলিম)। পিতামাতা যদি মারা যান তাহলে তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির সর্বোত্তম সৎ কাজগুলোর অন্যতম কাজ হলো তার পিতার অবর্তমানে পিতার বন্ধু-বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার এবং সদাচরণ করা। (মুসলিম)। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্ণিত।  তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাতা-পিতার সন্তুষ্টির মধ্যেই নিহিত আল্লাহর সন্তুষ্টি এবং মাতা-পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। (তিরমিজি)।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

সর্বশেষ খবর