শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

মালিক বাহরাম

ফিরোজ তুঘলকের আমলে লোদী বংশের সন্তান মালিক বাহরাম মুলতানে আগমন করে মালিক মর্দান দৌলতের অধীনে চাকরি গ্রহণ করেন। বাহলুল ছিলেন বাহরামের পৌত্র মালিক কালার পুত্র। মালিক কালা লোদী খোক্কররাজ যশরথের বিরুদ্ধে যথেষ্ট বীরত্ব প্রদর্শন করেন এবং খিজির খানের সময়ে বাহলুলের পিতৃব্য সুলতান শাহ লোদী সরহিন্দের শাসনকর্তা নিযুক্ত হন। সুলতান শাহের মৃত্যুর পর বাহলুল লোদী সরহিন্দের শাসন কর্তৃত্ব লাভ করেন। তিনি তার প্রভু মুহম্মদ শাহকে মালবের শাসনকর্তার বিরুদ্ধে সাহায্য করে পুরস্কারস্বরূপ ‘শান-ই-খানান’ উপাধি লাভ করেন। আলাউদ্দীন আলম শাহ সৈয়দের বিরুদ্ধে তার মন্ত্রী হামিদ খান বাহলুল লোদীকে দিল্লিতে আমন্ত্রণ জানান। ভয়ে আলাউদ্দীন আলম শাহ দিল্লির সিংহাসন বাহলুল লোদীকে ছেড়ে দেন। বিনাযুদ্ধে বাহলুল লোদী দিল্লির সিংহাসনে আরোহণ করেন (১৪৫১ খ্রি.)।  সিংহাসনে আরোহণের পর প্রথমেই তিনি মন্ত্রী হামিদ খানকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দী করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর