বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ভেষজ

নিমের গুণাগুণ

নিমগাছ, গাছের পাতা, শিকড়, নিম ফল ও বাকল বিশ্বব্যাপী ওষুধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর এর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহারের জন্য। নিম ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া রোধক হিসেবে ভাইরাসরোধক ও ম্যালেরিয়া নিরাময় এবং দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়।

অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য নিমপাতার ৩০ ফোঁটা রস সামান্য গরম পানিতে মিশিয়ে তিন-চার বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের জন্য এ ওষুধটি নিষেধ।

পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেট বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিমগাছের মূলের ছালের গুঁড়া দিনে তিনবার সামান্য গরম পানিসহ খেলে উপকার হবে।

ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর