শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

আরও উচ্চতায় বাংলাদেশ

টাইগারদের কিউই নিধনে অভিনন্দন

আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের আরও উচ্চতায় নিয়ে গেল টাইগাররা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ষষ্ঠ দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এবং বিশ্ব ক্রিকেটের এক সময়কার দিকপাল ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বুধবারের আগে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম দল। নিউজিল্যান্ডকে হারিয়ে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও পেছনে ফেলার সাফল্য অর্জন করল তারা। ডাবলিনে ত্রিদেশীয় ম্যাচের শেষ খেলায় প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭০ রান করে। ২৭১ রানের পাহাড়সম রানের টার্গেট তাড়া করতে গিয়ে তামিম ইকবালের বলে প্রথমেই আসে ছক্কা। ওয়ান ডে ক্রিকেটে প্রথম বলে ছক্কা বিরল না হলেও এমন দৃশ্য যে রোজ দেখা যায় না তা একটি বাস্তবতা। নিউজিল্যান্ডকে নিজেদের মাঠে বাংলাদেশ টানা দুই সিরিজে হোয়াইট ওয়াশ করার অভিজ্ঞতা অর্জন করলেও দেশের বাইরে এই প্রথম তারা কিউইদের হার মানাতে সক্ষম হলো। এ জয়ের ফলে বাংলাদেশ ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে উন্নীত হওয়ায় পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অনেকখানিই নিশ্চিত হলো। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ড বুধবার যেন মিনি বাংলাদেশে পরিণত হয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা দেখতে যেসব দর্শক হাজির হয়েছিলেন তাদের সিংহভাগই ছিলেন প্রবাসী বাংলাদেশি। তারা লাল-সবুজ পতাকা উড়িয়ে বাংলাদেশ দলকে উৎসাহিত করেছেন। ২৭০ রানের বড় মাপের স্কোর তাড়া করতে গিয়ে টাইগারদের কখনই শঙ্কায় ভুগতে হয়নি। ওপেনার সৌম্য সরকারকে কিউইরা শূন্য রানে ফিরিয়ে দিলেও তা সমর্থকদের মধ্যে কোনো হতাশার কারণ ঘটায়নি। বাংলাদেশের জয়ে তামিম ইকবাল ও সাব্বির দুজনের করা ৬৫ করে রান এবং মাহমুদুল্লাহর অপরাজিত ৪৬ রান অবদান রাখলেও ম্যান অব দ্য ম্যাচের গৌরব অর্জন করেন মুশফিকুর রহিম।  র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উন্নীত হওয়া বাংলাদেশ ক্রিকেটের ধারাবাহিক অগ্রগতিরই ফসল। যে কোনো মূল্যে এ অবস্থানকে ধরে রেখে আরও সামনে এগিয়ে যেতে হবে।  মাশরাফি মর্তুজা বাহিনীকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর