সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

ভাস্কো-ডা-গামা

১৪৯৭ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে পূর্বদিকে ভারতবর্ষের দিকে সমুদ্রাভিযান করেন। পর্তুগিজরা লোহিত সাগর ও ভারত মহাসাগরে মুসলিম বাণিজ্য জাহাজগুলো বিধ্বস্ত করলে ভারতবর্ষের সঙ্গে মিসরের সামুদ্রিক বাণিজ্যের সূত্র ছিন্ন হয়। এর ফলে মিসর অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। রাজনৈতিক সমস্যায় জর্জরিত মিসরে বুরজি মামলুকদের আধিপত্য খর্ব হতে থাকে। মোঙ্গলদের দ্বারা প্ররোচিত হয়ে সিরিয়ার শাসনকর্তারা সুলতানের বিরুদ্ধাচরণ করেন। এই যুগের সর্বাপেক্ষা তাত্পর্যপূর্ণ ঘটনা সাইপ্রাস বিজয়। বারসবে ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস-১৪২৪-২৬ খ্রিস্টাব্দে অধিকার করেন এবং এর ফলে ইউরোপীয় জলদুস্যদের ঘাঁটির পতন হয়। সাইপ্রাসের খ্রিস্টান রাজা ক্রুসেডারদের মিত্র ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর