রাষ্ট্রের তিন অবিচ্ছেদ্য অংশ নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের পারস্পরিক আস্থা ও সুস্থ সম্পর্কের কোনো বিকল্প নেই। দুনিয়ার সব অগ্রসর ও সভ্য দেশে রাষ্ট্র কাঠামোর তিন স্তম্ভের পারস্পরিক সমঝোতাপূর্ণ অবস্থানকে অলঙ্ঘনীয় বিষয় বলে মনে করা হয়। রাষ্ট্র কাঠামো যেহেতু এ তিন বিভাগের ওপর ভর করে গড়ে উঠেছে সেহেতু এ ক্ষেত্রে ভারসাম্যহীনতা যে সমূহ বিপদ ও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে সে ব্যাপারে সব পক্ষ সচেতন থাকাকে নিজেদের কর্তব্য বলে মনে করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায় ও রায়ের পর্যবেক্ষণকে কেন্দ্র করে দেশের রাজনীতির পরস্পরবিরোধী দুই পক্ষের সমর্থকরা যেভাবে অনাকাঙ্ক্ষিত বিতর্কে মেতে উঠেছেন তা শুধু অশোভনই নয়, রাষ্ট্রীয় কাঠামোর অস্তিত্বকেই নাড়া দেওয়ার হুমকি সৃষ্টি করছে। আদালতের রায়ে যে কেউই সংক্ষুব্ধ হতে পারেন, রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আপিলেরও সুযোগ রয়েছে। রয়েছে যে কোনো রায়ের গঠনমূলক সমালোচনার স্বাধীনতাও। সে বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে রায়ের বিদ্বেষপ্রসূত সমালোচনা কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রের তিন অংশের পারস্পরিক আস্থা ও সহযোগিতায় রাষ্ট্রব্যবস্থার সুফল নিশ্চিত হয়। জনকল্যাণের ক্ষেত্রেও তা নিয়ামক হয়ে দাঁড়ায়। বিশেষত বিচার ব্যবস্থা যেহেতু মানুষের শেষ ভরসার স্থল সেহেতু বিচার ব্যবস্থার বিরুদ্ধে কাণ্ডজ্ঞানহীন সমালোচনা অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। আদালতের রায় নিয়ে বাচালতা বা রাজনীতি কোনোভাবেই কাম্য নয়। সভ্য সমাজে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে অলঙ্ঘনীয় বিষয় বলে ধরা হয়। দ্বিমতের বিষয়গুলো মোকাবিলা করা হয় আইনিভাবে। নিজেদের সভ্য বলে দাবি করলেও আদালতের রায় নিয়ে অনভিপ্রেত বিতর্ক সংশ্লিষ্টদের আত্মপরিচিতিকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে রায় নিয়ে রাজনীতির প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ যে কাদা ছোড়াছুড়ি করছে তা মেধাহীনতার নামান্তর। আমরা সব পক্ষকে সনির্বন্ধ আবেদন জানাব, রাষ্ট্রের তিন অংশের মধ্যে অনভিপ্রেত বিতর্ক সৃষ্টির এ অবাঞ্ছিত খেলা বন্ধ করার। কোনো বিষয়ে বিতর্ক থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে অথবা আইনি পথে মোকাবিলার যৌক্তিক পথ বেছে নেওয়া হবে এমনটিই দেখতে চায় দেশের প্রতিটি বিবেকবান মানুষ। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং আইনের শাসনের স্বার্থে আদালতের রায় নিয়ে বালখিল্যতার অবসান ঘটবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস সহনীয়
- আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- গাজায় যুদ্ধ বন্ধ করব না: নেতানিয়াহু
- লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
- ঝিনাইদহে বাংলা মদপানে একজনের মৃত্যু
- কেমিক্যালমুক্ত আম চেনার উপায়
- নিহত সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা: রাকিব
- ম্যাক্সওয়েলকে নিয়ে মন্তব্য, জবাবে যা বললেন প্রীতি জিনতা
- সাম্য হত্যায় জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে হবে: হাসনাত
- প্রকাশ্যে চিরকুটের নতুন অ্যালবামের প্রথম গান
- পাচারের অর্থ ফেরাতে বড় বাধা ‘লেয়ারিং’
- নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব
- গ্রিসের উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প
- আনচেলোত্তির নেতৃত্বে ‘হেক্সা’ দেখছেন রিভালদো
- বাংলাদেশের তারুণ্যের বিশ্বজয়
- সাম্য ছিল রাজপথের সাহসী সৈনিক: ছাত্রদল সভাপতি
- সিয়াম-মেহজাবীনের গিগাবাইট টাইটানস চ্যাম্পিয়ন
- ঢাবি শিক্ষার্থী খুনের ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী আটক
- আহত তটিনী, দুই দিনের বিশ্রামে ঢাকায়
- পাচারের অর্থ ফেরাতে বড় বাধা ‘লেয়ারিং’
রাষ্ট্র কাঠামোর তিন স্তম্ভ
সংঘাত নয় আস্থার সম্পর্ক কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর