শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিচিত্রিতা

উটের যুদ্ধ

হজরত উসমান (রা.)-এর হত্যাকাণ্ডের পর হজরত আলী (রা.) খলিফা হন। হজরত আলী (রা.) হজরত উসমান হত্যার বিচারের জন্য হজরত তালহা, জুবাইর এমনকি হজরত আয়েশা (রা.)-এর কাছ থেকে চাপের মুখে পড়েন। কিন্তু দেশজুড়ে বিদ্রোহ থাকায় সে সময় এ দাবি মানা সম্ভব ছিল না। ফলে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়। হজরত জুবাইর ও তালহা হজরত আলী (রা.)-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সংঘাত দানা বেঁধে ওঠে। মহানবী (সা.)-এর কনিষ্ঠ পত্নী হজরত আয়েশা (রা.) এ সংঘাতে জুবাইর ও তালহার পক্ষাবলম্বন করেন। হজরত আলী (রা.) যুদ্ধ এড়াতে আপসের চেষ্টা চালান। দুই পক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণাধীনে আসার পর হজরত উসমান (রা.)-এর হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের শাস্তি দেওয়া হবে। এ আপসে আঁতকে ওঠে হজরত উসমান (রা.)-এর হত্যার সঙ্গে জড়িত কুচক্রীরা। তারা রাতের আঁধারে আশতার ও নাখয়ি ইবনে শাওদার নেতৃত্বে উভয় শিবিরে হামলা চালিয়ে হজরত আলী (রা.)-এর সমর্থক এবং জুবাইর (রা.) ও তালহা (রা.)-এর সমর্থকদের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেয়। তারা যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থানের পথে হজরত জুবাইর ও তালহাকে হত্যা করে। ফলে যুদ্ধ বন্ধের বদলে আরও ঘোরতর হয়ে ওঠে। হজরত আয়েশা (রা.) উটের পিঠে চড়ে জামাতা হজরত আলী (রা.)-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধে অবশ্য হজরত আলী (রা.)-এর সমর্থকদের জয় হয়। হজরত আলী শাশুড়ি হজরত আয়েশা (রা.)-কে সসম্মানে মদিনায় তার ভাই মুহাম্মদ বিন আবু বকরের কাছে পাঠিয়ে দেন।

শাকিলা জাহান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর