বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইভ টিজিংয়ের আরেক বলি

সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন

ইভ টিজিং নামের নোংরা প্রবণতা সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বখাটে নামের উত্ত্যক্তকারীদের দ্বারা প্রতিদিনই নিগৃহীত হচ্ছেন কোনো না কোনো নারী। গত রবিবার বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগরে সাথী নামের নবম শ্রেণির এক মেধাবী ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ইয়ামিন নামের এক যুবকের বখাটেপনা সহ্য করতে না পেরে। দীর্ঘদিন ধরে বখাটে ইয়ামিন জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সাথীকে উত্ত্যক্ত করছিল। এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করার পরও নিরস্ত হয়নি ওই বখাটে যুবক। আত্মহত্যায় প্ররোচনাদানের অভিযোগে ইয়ামিনকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর বখাটের সহযোগী ও আত্মীয়স্বজন হামলা চালায়। এ ঘটনায় আহত হন পুলিশের তিন এসআই। পুলিশের একটি ওয়্যারলেস কেড়ে নেয় তারা। বখাটেদের উৎপাতে প্রতিবছরই বিপুলসংখ্যক স্কুলছাত্রী ও তরুণী আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে সরকার ও বিরোধী দলের নেতৃত্বে গত দুই যুগেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন নারী নেত্রীরা। স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন নারীরা। আছেন বিচারপতির দায়িত্বেও। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সঙ্গে যুক্ত ৪০ লাখেরও বেশি শ্রমিকের সিংহভাগই নারী। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসার দৃষ্টিতে দেখা হলেও আলোর নিচে রয়েছে অন্ধকার। বিশ্বে যেসব দেশে বাল্যবিয়ের হার বেশি বাংলাদেশ তেমন তিনটি দেশের একটি। বাল্যবিয়ের আধিক্যের পেছনে বখাটেদের উৎপাত অনেকাংশে দায়ী। বাবা-মায়েরা মানসম্মান বাঁচাতে তাদের কন্যাসন্তানদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশে উত্ত্যক্তের যেসব ঘটনা ঘটে গড়ে তার এক-শতাংশেরও কম আইনপ্রয়োগকারীদের নজরে আসে। তারপরও পুলিশের কাছে ইভ টিজিংয়ের অভিযোগ প্রতিদিনই আসছে। ইভ টিজিং থেকে রক্ষা পেতে আত্মহত্যাও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।  উত্ত্যক্তকারীদের দাপট থামাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া দরকার। প্রতিটি পাড়া মহল্লা ও ইউনিয়নে এ ধরনের কমিটি গঠনের সম্ভাব্যতার বিষয়টি ভাবা যেতে পারে।  আমাদের মত, ইভ জিটিং বন্ধে এটাই হতে পারে সর্বোত্তম পথ। প্রতিরোধ গড়ে তুলতে সব সামাজিক শক্তিকে এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর