Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
দুদকের ক্র্যাশ প্রোগ্রাম দুদকের ক্র্যাশ প্রোগ্রাম

দুর্নীতির বিরুদ্ধে জোরেশোরে লড়াইয়ের প্রত্যয় নিয়ে সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আপাতত ১৫টি সরকারি সেবা প্রতিষ্ঠানকে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। যার মধ্যে রয়েছে পাসপোর্ট, বিআরটিএ, হাসপাতাল, এজি, ভূমি, তিতাস, ওয়াসা ও বিদ্যুতের মতো সরকারি সংস্থাগুলো। দুদকে স্থাপিত হটলাইন সেবা ১০৬-এ অভিযোগ করা হলেই তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে এটি চালু করা হয়েছে। স্মর্তব্য, দুর্নীতির অভিযোগ আমলে নিতে গত ২৭ জুলাই চালু করা হয় তিন ডিজিটের হটলাইন ১০৬ সেবা কার্যক্রম। এতে ৮০ দিনে টেলিফোন কলের মাধ্যমে দুই লাখ ১০ হাজার অভিযোগ জমা পড়েছে। তবে প্রয়োজনীয় তথ্যের অভাবে বাছাইপর্বে সিংহভাগ অভিযোগই বাতিল হয়েছে। কিছু কিছু অভিযোগের সত্যতা প্রমাণে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য ও আলামত সংগ্রহের প্রয়োজনীয়তা উপলব্ধি করে দুদক এই নতুন কর্মসূচিটি…

সর্বশেষ খবর