বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছিনতাইকারীরা বেপরোয়া

অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘটছে এক বা একাধিক অঘটন। ছিনতাইয়ের শিকার হওয়া সত্ত্বেও মানুষ বাধ্য না হলে থানায় গিয়ে কোনো অভিযোগ করে না হয়রানি হওয়ার ভয়ে। ফলে ছিনতাই বৃদ্ধির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছেও অনেকাংশে অজানা থেকে যাচ্ছে। ছিনতাইকারীদের দাপট এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠছে যে, সাধারণ মানুষ তো বটেই আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন তাদের হাতে। অতি সম্প্রতি মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বাসায় যাওয়ার পথে মৌচাক এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ভোরের দিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিনতাইয়ের আশায় ওতপেতে থাকে ছিনতাইকারীরা। রাজধানীর বাইরে যাওয়ার জন্য ভোরে বাস ও ট্রেনের উদ্দেশে যারা রওনা দেন কিংবা রাজধানীর বাইরে থেকে যারা আসেন তারা থাকেন এই মানুষ শকুনদের টার্গেটে। রাজধানীর মৌচাক, টিকাটুলী, আর কে মিশন রোড, অভয় দাস লেন এবং মিরপুরে প্রতিদিনই ছিনতাইকারীর কবলে পড়ছে মানুষ। হাতিরঝিলেও সুসংঘবদ্ধ অপরাধীরা বেশ সক্রিয়। রাজধানীর বিভিন্ন গলিপথে তাদের সক্রিয়তা বেশি। ছিনতাইকারীদের কাছে নগদ টাকা, ল্যাপটপসহ নানা মূল্যবান উপকরণ হারাচ্ছে সাধারণ মানুষ। থানায় গেলে প্রতিকারের বদলে উল্টো হয়রানি এবং মামলা হলে আদালতে একের পর এক হাজিরা দেওয়ার ভয়ে মানুষ ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করতেও ভয় পায়। গত দুই মাসে শুধু ঢাকা মেডিকেল কলেজেই ছিনতাইকারীর আঘাতে আহত হয়ে কমপক্ষে ৪৯ জন চিকিৎসা নিয়েছেন। রাজধানীর অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকের হিসাব ধরলে এ সংখ্যা অনেক বড় হওয়ার কথা। ছিনতাইয়ের সময় শতকরা সর্বাধিক ১০ ভাগ শারীরিক আক্রমণের শিকার হয়। ছোটখাটো আঘাতের ক্ষেত্রে অনেকেই হাসপাতাল বা ক্লিনিকমুখো হন না। ফলে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির সঠিক চিত্র থানা এবং হাসপাতালের পরিসংখ্যানে খুঁজে পাওয়া যাবে না। ছিনতাই বন্ধে পুলিশকে দুভাবে সক্রিয় হতে হবে। প্রথমত, কোন এলাকায় কারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সে তথ্য সংগ্রহ করে তাদের পাকড়াও করা, দ্বিতীয়ত প্রহরার ব্যবস্থা জোরদার করা। জননিরাপত্তার স্বার্থে এ ব্যাপারে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ সক্রিয় হবে—এমনটিই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর