শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাদক আগ্রাসন

যুব সমাজের জন্য বিপদ ডেকে আনছে

মাদক আগ্রাসন জাতীয় অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের ভবিষ্যৎ কর্ণধার যুব সমাজের সর্বনাশ ডেকে আনছে মাদকাসক্তির ঘটনা। দেশের ৩২ জেলার সীমান্তবর্তী ৫১ পয়েন্ট দিয়ে ভারত ও মিয়ানমার থেকে পাচার হয়ে আসছে শত শত কোটি টাকার মাদকদ্রব্য। স্থলপথ, জলপথ ও আকাশপথেও দেশে ঢুকছে হরেক নামের মাদক। মাদক ব্যবসায়ীরা দেশের বহু স্থানে স্থানীয় রাজনীতির নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়েছে। দেশজুড়ে মাদকের ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে সহজেই তা ছড়িয়ে পড়ছে সারা দেশে। অনেক এলাকায় খুচরা বিক্রেতারা শুরু করেছে ‘হোম সার্ভিস’। ফোন করলেই বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে কাঙ্ক্ষিত মাদক। মাদক বিকিকিনি ও বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। রাজনৈতিক দিক থেকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও মাদক ব্যবসার ক্ষেত্রে একে অপরের হরিহর আত্মার ভূমিকা পালন করছে এমন নজির খুব একটা কম নয়। অবৈধ অস্ত্র, অর্থ আর রাজনৈতিক প্রভাবে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে মাদক মাফিয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক সময় তাদের সঙ্গে পেরে উঠছে না। মাদকের ডেরায় অভিযান চালালেই মাদক মাফিয়ারা অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যানুযায়ী, সারা দেশে মাদক ব্যবসায়ীর সংখ্যা এক লাখ ৬০ হাজার। এর মধ্যে ২৭ হাজার ৩০০ জন নারী মাদক ব্যবসায়ী। যা মোট মাদক ব্যবসায়ীর ১৭.৬ শতাংশ। এসব নারীর বয়স ১৫ থেকে ৬০। মাদক বহনে নারীরা যেমন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, তেমন শিশুদেরও ব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে। পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেশে মাদক ব্যবসায়ীর সংখ্যা  বেড়েছে ২৯ হাজার ৯৯০ জন। এ পাপ ব্যবসার বিস্তৃতি কীভাবে ঘটছে তা সহজেই অনুমেয়। কক্সবাজারকে বলা হয় মাদক ব্যবসার রাজধানী। এ জেলায় মাদক ব্যবসায়ীর সংখ্যাও বেশি। সেখানে কমপক্ষে সাড়ে ছয় হাজার পুরুষ ও নারী মাদক ব্যবসায় জড়িত। মাদকাসক্তি জনস্বাস্থ্যের জন্য মূর্তমান হুমকি হয়ে উঠেছে ইতিমধ্যে। মাদকাসক্তদের দ্বারাই বিস্তৃত হচ্ছে এইচআইভি ও এইডসের মতো ঘাতক রোগ। মাদক ও অপরাধ কাঁধে কাঁধ মিলিয়ে চলায় দেশের আইনশৃঙ্খলার জন্যও বিড়ম্বনা ডেকে আনছে। অস্তিত্বের স্বার্থে মাদক আগ্রাসন রোধে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো হেলাফেলার সুযোগ থাকা উচিত নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর